বাংলাদেশে ডারউইন দিবস

ডারউইনের দুশ বছর পূর্তি উপলক্ষে শোভাযাত্রা ও কর্মশালা

প্রকৃতিবিদ ও জীববিজ্ঞানী চার্লস ডারউইনের বিবর্তনতত্ত্ব কেবল মানুষের চিন্তায় পরিবর্তন আনেনি, জৈবপ্রযুক্তির গবেষণাসহ আধুনিক চিকিৎসাবিজ্ঞানের অগ্রগতিতে গুরুত্বপূর্ণ ভুমিকা রাখছে। গতকাল বৃহস্পতিবার চার্লস ডারউইনের জন্নদ্বিশতবার্ষিকী উপলক্ষে বিজ্ঞানচেতনা পরিষদ আয়োজিত বছরব্যাপী উৎসবের উদ্বোধনী অনুষ্ঠানে বক্তারা এ কথা বলেন। ঢাকা বিশ্ববিদ্যালয়ের বাণিজ্য অনুষদ মিলনায়তনে বিকেল সাড়ে তিনটায় এ উৎসবের উদ্বোধন করেন বিশিষ্ট প্রকৃতিবিদ অধ্যাপক দ্বিজেন শর্মা। উদ্বোধনী বক্তৃতায় তিনি বলেন, ‘আমরা প্রযুক্তির বিরুদ্ধে নই। বর্তমানে পাঠ্যক্রম থেকে জৈববিবর্তনতত্ত্ব বাদ দিয়ে জৈবপ্রযুক্তিকে বেশ গুরুত্ব দেওয়া হচ্ছে। কারা কী উদ্দেশ্যে উচ্চমাধ্যমিক স্তর থেকে জৈববিবর্তনতত্ত্ব বাদ দিয়েছে তা ঠিক জানি না। কিন্তু বিজ্ঞান থেকে প্রযুক্তিকে আলাদা করার ফল ভালো হয় না।’ পরে ‘জৈববিবর্তন: সাম্প্রতিক চর্চা ও বাংলাদেশ’ শীর্ষক সেমিনারে মূল প্রবন্ধ উপস্থাপন করেন ডা. মনিরুল ইসলাম ও ডা. মাহবুবুর রহমান। সংগঠনের সভাপতি অধ্যাপক মোজাফফর হোসেনের সভাপতিত্বে সেমিনারে আলোচক ছিলেন ড. আলী আসগর, আনু মুহাম্মদ, অধ্যাপক রাখহরি সরকার, ড. আনোয়ারুল আজীম আখন্দ, অধ্যাপক এ এন রাশেদা। স্বাগত বক্তব্য দেন সংগঠনের সাধারণ সম্পাদক অধ্যাপক নুরুননবী সিদ্দিকী। সেমিনারে বৈশ্বিক জলবায়ুর প্রভাব মোকাবিলা, নতুন নতুন রোগের প্রতিষেধক তৈরি, কীটপতঙ্গ প্রতিরোধী উদ্ভিদের গবেষণাসহ আধুনিক চিকিৎসাবিজ্ঞানের অগ্রগতিতে বিবর্তনতত্ত্বের গুরুত্ব তুলে ধরা হয়। এর আগে সকাল ১০টায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের আর সি মজুমদার মিলনায়তনে উৎসবের অংশ হিসেবে ‘জৈববিবর্তন: ভিত্তি, যৌক্তিকতা ও বিতর্ক’ শীর্ষক দুই দিনব্যাপী কর্মশালা শুরু হয়। কর্মশালা পরিচালনা করেন ডা. মনিরুল ইসলাম ও ডা. মাহবুবুর রহমান। কর্মশালার উদ্বোধন করেন সংগঠনের সহসভাপতি শফি উদ্দিন সরকার। শোভাযাত্রা: ডারউইন দ্বিশতজন্নবার্ষিকী উদ্যাপন কমিটি বিকেল তিনটায় জাতীয় জাদুঘরের সামনে থেকে শোভাযাত্রা বের করে। শোভাযাত্রাটি কেন্দ্রীয় শহীদ মিনার হয়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ের অপরাজেয় বাংলার পাদদেশে গিয়ে শেষ হয়। শোভাযাত্রা শুরুর আগে কমিটির আহ্বায়ক অধ্যাপক অজয় রায় বক্তব্য দেন। (সূত্র : প্রথম আলো)

এ ছাড়া শোভাযাত্রা নিয়ে দৈনিক সমকালের রিপোর্ট পাওয়া যাবে এখানে।

ছবির জন্য কৃতজ্ঞতা শিক্ষানবিস-এর ফেসবুক ফটো

যারা র‌্যালী এবং কর্মশালায় অংশ নিয়েছিলেন, তাদেরকে এই ব্লগে আপডেট জানাতে অনুরোধ করা হচ্ছে

মুক্তমনা ডারউইন দিবস ২০০৯